স্ত্রীর প্রতি অবহেলা। পার্টঃ৩
তখন কোথা থেকে একটা লোক পাগলের মতো এসে লাশটাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। আর বলতে লাগলো জীবনে তুই যা চেয়েছিলি আমি তোকে তাই দিয়েছি। তাও তুই কেনো আমার সাথে এত অভিমান করেছিস মা।
তুই তো আমায় বলতি বাবা তোমাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো নাহ। কিন্তু আজ কেনো তুই আমাকে এইভাবে অন্ধকারে রেখে চলে গেলি।
আমি না হয় তোকে একটু শাস্তির জন্য দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু তুই অভিমান করে আমাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিলি মা।
তুই তোর ভালোবাসার মানুষকে কাছে পেতে আমাদের ছেড়ে চলে এসেছিলি। কিন্তু এখন তোর সেই ভালোবাসা কোথায় গেলো। কই তোর ভালোবাসা।
দেখছিস মা দুনিয়াটা অনেক অন্ধকার যেখানে ভালো মানুষ খুজে পাওয়া যায় নাহ। সবাই সাদা মনের পোষাকদাড়ি। তবে যাই বলিস মা তুই দেখিয়ে দিয়েছিস।
সত্যিকারের ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করা সম্ভব। বলে চোখের জল মুছতে মুছতে চলে গেলো জরিনার বাবা যাবার সময় পিছন ফিরে একবার দেখে নাই তার মেয়ে জরিনার লাশটি।
তারপর জরিনাকে এম্বুলেন্স করে বাসায় নেওয়া হলো তখন রাত ৩ টা বাজে।এম্বুলেন্স থেকে জরিনার লাশটি নামানোর মত কাউকে পেলো নাহ জরিনার স্বামীর বাসার লোক।
তারপর তিনজন মানুষ জরিনার লাশটি এম্বুলেন্স থেকে নামালো। জরিনার লাশটি রাখা হলো। জরিনার অনেক কষ্টে নির্মান কাজ চলছে ঘরের সামনে।
রাত গরিয়ে দিনের আলো ফুটে উঠতে লাগলো।পাখির সুমিষ্ট কন্ঠ ভেসে উঠলো সবার কানে।আর সেই কন্ঠের সাথে ভেসে উঠলো এক সুর। যেটা শুনে গ্রামের সকলের চোখে পানি এনে দিলো।
গ্রামের সবাই একে একে এসে দেখতে লাগলো সেই মায়াবী চেহারা। চলে আসে সাংবাদিক খবর দেই লাইভে বলে সেই সংবাদ দেখে তার স্বামী কাতর হয়ে উঠে তার মাঝে এক ঝাকুনি শুরু হয়ে যায়।
সে মুহুর্তেই চলে আসে বাসায় এসে দেখে তার স্ত্রী তার সাথে অভিমান করে চলে গেছে অনেক অনেক দূরে। সে দৌড়ে এসে লাশের পাসে বসে পড়ে আর জরিনার দুই কানের সামনে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
আর নিজের চোখ থেকে জল পড়তে থাকে। নিজের চোখের সামনে ভেসে উঠে তার পুরোনো স্মৃতি। সে ভাবতে থাকে ভালোবাসার টানে সাবার থেকে এসেছিলো একটু ভালোবাসা পাওয়ার জন্য। তবে আসছে ভালোবাসাতো পেলো নাহ পেয়ে গেলো মিথ্যা অপবাদ সব শেষ তার স্বামী বুঝতে পারে তার ভুল তবে সে এখনো আফসোস করে অনেক।
সমাপ্ত
গল্প টা যেই ভাবে লেখার এবং আপনাদের সামনে উপস্থাপনার দরকার ছিলো দিতে পারি নাই অসুস্থ তার জন্য। এখনও অসুস্থ আছি দোয়া চাই আপনাদের তাই গল্পটা এখানেই শেষ করতে হলো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আরও পড়ুন
কোন মন্তব্য নেই