আবহাওয়া

শিরোনাম :

বরফের মাঝে মৌনির ‘উষ্ণ’ হানিমুন

 মৌনি রায় থেকে এখন তিনি মৌনি নামবিয়ার। দুবাইয়ের ব্যাংকার ও ব্যবসায়ী সুরজ নামবিয়ারকে ২৭ জানুয়ারি সাড়ম্বরে বিয়ে করলেন মৌনি। গোয়ার একটি পাঁচ তারকা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ের প্রতিটি আয়োজনের ছবিই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এখন কাশ্মীরে রয়েছেন মৌনি ও তাঁর বর, তীব্র শীতে বরফের মধে৵ চলছে তাঁদের মধুচন্দ্রিমা। হানিমুনে গিয়ে বরফের মধ্যে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। দেখে নেওয়া যাক, সেই অ্যালবামের কিছু ছবি।


বিয়ের পরই হানিমুনে কাশ্মীরে উড়ে গেছেন মৌনি–সুরজ দম্পতি। দুধসাদা বরফে মোড়া পাহাড়ের ওপর শীতের পোশাক গায়ে জড়িয়ে পাহাড়ের কোলে ভালোবাসার রং ছড়াচ্ছেন এই নবদম্পতি.


মধুচন্দ্রিমার একের পর এক ছবি উঠে এসেছে মৌনির ইনস্টাগ্রামে। আর সেসব ছবি দেখে ভক্তরা মজা করে লিখছেন, মৌনির উপস্থিতিতে নাকি কাশ্মীরের তাপমাত্রা বাড়ছে!

বাদামি রঙের সোয়েটার পরে ছবিতে ধরা দিয়েছেন মৌনি। সবুজ রঙের উলের সোয়েটারে দেখা মিলেছে সুরজের


মালায়লি এবং বাঙালি—দুই রীতিতে বিয়ে করেন এই দম্পতি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ৩০ জানুয়ারি মুম্বাই ফেরেন তাঁরা। তারপরই উড়াল দেন কাশ্মীরে মধুচন্দ্রিমায়। অন্যরা যেখানে মধুচন্দ্রিমায় উড়াল দিয়েছেন মালদ্বীপ বা ভারতের বাইরে অন্য কোথাও, সেখানে এই দম্পতি বেছে নিয়েছেন কাশ্মীরকেই


হানিমুনে গিয়ে বইও পড়েছেন মৌনি। বইয়ের পাতার ছবিও প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে


ভূস্বর্গে এই তারকা দম্পতির হানিমুনের ছবি দেখে মুগ্ধ ভক্তরা


মধুচন্দ্রিমায় কালো মনোকিনিতে মৌনি। এই ছবি শেয়ার করে ক্যাপশনে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘বেবি, বাইরে বড্ড ঠান্ডা।’

এই ছবিতে বরফের দেয়াল পেছনে রেখে কালো সুইমস্যুটে তুষারময় কাশ্মীর উপভোগ করতে দেখা যাচ্ছে মৌনি রায়কে


বাইরের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে পাইন বন, চারদিক ঢেকে আছে বরফে। মনোকিনির পাশাপাশি নিজের ওয়ার্ডরোবের শীতের কালেকশন শো–অফ করতেও ভোলেননি এই নায়িকা


মধুচন্দ্রিমায় কখনো তাঁর পরনে সূর্যের মতো রঙের হলুদ জ্যাকেট, আবার কখনো বাদামি রঙা ‘রয়েল বেঙ্গল’ প্রিন্টের ফারের লং কোট। সব পোশাকেই দিব্যি মানিয়েছে বাঙালি এই রূপসীকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এমনিতে আবেদনময়ী সব ছবি পোস্ট করার জন্য নামডাক আছে মৌনির। মধুচন্দ্রিমায়ও সেই ধারাবাহিকতা জারি রেখেছেন
এমনিতে আবেদনময়ী সব ছবি পোস্ট করার জন্য নামডাক আছে মৌনির। মধুচন্দ্রিমায়ও সেই ধারাবাহিকতা জারি রেখেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে




কোন মন্তব্য নেই