‘ও আমার সঙ্গ উপভোগ করে’
বাণী কাপুর
অক্ষয় কুমার, হৃতিক রোশন, রণবীর সিং—বলিউডের তিন সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন বাণী কাপুর। তাঁদের মধ্যে হৃতিক রোশনের সঙ্গে নিজের মিল খুঁজে পান এই নায়িকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে ছিলেন বাণী। এক সাক্ষাৎকারে হৃতিক প্রসঙ্গে বাণী বলেছেন, ‘মানুষ এবং অভিনয়শিল্পী হিসেবে আমি হৃতিকের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারি। ওর সঙ্গে আমার অনেক মিল আছে। আমার মনে হয়, আমার কার্যকলাপ ওরই মতো। এমনকি আমাদের চিন্তাভাবনা অনেকটা এক। ওর মতো আমিও আমার কাজের অনেক বড় সমালোচক। আমাদের দুজনের অনিশ্চয়তাগুলোর মধ্যেও মিল আছে। সব মিলিয়ে আমাদের মেজাজ আর মানসিকতা ম্যাচ করে।’হৃতিকের ব্যাপারে এই বলিউড নায়িকা আরও বলেছেন, ‘ও যখন খোলামেলা থাকে, তখন ওর মতো মজাদার ব্যক্তি দ্বিতীয় নেই। ওর মতে আমিও খুব মজাদার। আমি খুব খুশি হয়েছি জেনে যে ও আমার সঙ্গ উপভোগ করে।’
রণবীর সিংয়ের নায়িকা হিসেবে ‘বেফিকরে’ সিনেমায় কাজ করেছেন বাণী। রণবীরের নাম উঠতে বাণী বলেছেন, ‘“বেফিকরে” ছবির সময় আমরা অনেকটা সময় কাটিয়েছি। ও এমনই এক মানুষ, যার সঙ্গে কথা না বলে কেউ থাকতে পারবে না। আমি ওর সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছি। আমাদের বোঝাপড়া দারুণ ছিল। ও খুবই বন্ধুসুলভ।’
রণবীর সিংয়ের নায়িকা হিসেবে ‘বেফিকরে’ সিনেমায় কাজ করেছেন বাণী। রণবীরের নাম উঠতে বাণী বলেছেন, ‘“বেফিকরে” ছবির সময় আমরা অনেকটা সময় কাটিয়েছি। ও এমনই এক মানুষ, যার সঙ্গে কথা না বলে কেউ থাকতে পারবে না। আমি ওর সঙ্গে খোলামেলা আড্ডা দিয়েছি। আমাদের বোঝাপড়া দারুণ ছিল। ও খুবই বন্ধুসুলভ।’
রণবীর কাপুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেছেন, ‘“শামসেরা” ছবির শুটিংয়ের সময় রণবীরের সঙ্গে লাদাখে অনেকটা সময় কাটিয়েছি। তখন কাছ থেকে ওকে দেখেছি। ও খুবই মজাদার, স্মার্ট আর বিচক্ষণ। রণবীর ঠাট্টাতামাশায় মাতিয়ে রাখত। সবার ব্যাপারে সব খবর ওর কাছে থাকত।’
কোন মন্তব্য নেই