আবহাওয়া

শিরোনাম :

জানা গেলো পার্নো’র মনের পাসওয়ার্ড

 

জানা গেলো পার্নো’র মনের পাসওয়ার্ড


সোস্যাল মিডিয়ায় কালো পোশাকে একটি উন্মুক্ত ছবি পোস্ট করলেন পার্নো। পার্নোর সেই ছবিতে কমেন্ট করে বসলেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি। সেই কমেন্টের জবাব দিতে গিয়েই পার্নো জানালেন তাঁর মনের পাসওয়ার্ড।

সম্প্রতি পার্নো‘র পোস্ট করা ছবিতে মিমি কমেন্ট করলেন ‘হটি নটি গার্ল, মনের পাসওয়ার্ডটা বল’। জবাবে পার্নো লিখলেন, ‘বিরিয়ানি’। নায়িকার মন জয় করতে হলে আপনাকে খাওয়াতে হবে এই খাবারটি।  এমনটাই প্রকাশ করলেন এই নায়িকা। 

একটা সময় টালিউডের 'টক অফ দ্য টাউন' ছিলো মিমি-নুসরাত-এর বন্ধুত্ব। কিন্তু গত কয়েক মাসে দুই ‘বোনুয়া’র সম্পর্কের চিড় নিয়ে কম চর্চা হয়নি টালিগঞ্জে। প্রকাশ্যে অবশ্য বন্ধুত্বে ফাটলের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন দু’জনেই। কিন্তু এমনটাও অস্বীকার করার জায়গা নেই, গত কয়েকমাসে মিমি’র সংগে বিজেপি’র পার্নো মিত্র’র বন্ধুত্ব বেশ জমে উঠেছে।

 

কোন মন্তব্য নেই